জীবন গল্পের মত সহজ নয়
এটা ভরা পাথর আর কাঁটায়
প্রত্যাশা কখনো পূর্ণ হয় না
স্বপ্ন অনেকেই ঘুরে ফিরে আসে অর্ধেক পথে।

সবাই ভাবে, একদিন সুখে থাকবো
কিন্তু হতাশা আছড়ে পড়ে মাঝে মাঝে
কখনো হাসি, কখনো অশ্রু ঝরে
জীবন আমাদের কাছে কখনো আশার কখনো শূন্য।

পথে পথে কষ্টের গল্প লেখা
কখনো হারিয়ে যায়, কখনো আবার ফিরে আসে
তবে একটা কথা মনে রেখো
যতই কঠিন হোক, শেষ পর্যন্ত চলে যেতে হয়।

জীবন গল্পের মত সহজ নয়
এটা শিখিয়ে দেয় সাহস আর সংগ্রাম
তবে যে কষ্টের মধ্যে খুঁজে পায়
তারাই সত্যিকারেই জীবনকে সুন্দর ভাবে আঁকে।