আমার ইচ্ছে ছিল
তোমাকে গৃহিণী করে
নতুন সংসার পাকবো।

আমার ইচ্ছে ছিল
তোমার বুকে সুখের প্রদীপ জ্বালিয়ে
ভালোবাসার আলো ছড়াবো।

আমার ইচ্ছে ছিল
ভালোবাসার পরশ দিয়ে
তোমার হৃদয়টাকে সাঁজাবো ।

আজ দেখি,  আমি আছি
আমার ভালোবাসার পরশ আছে
ইচ্ছেও আছে
শুধু তুমি অন্যের ঘরে।।