ইমাম বুখারী (রঃ), ১৯৪ হিজরি সালের
১৩ই শাওয়াল জুম্মার রাত্রিতে
বুখারা নামক স্থানে জন্ম তোমার
এক লক্ষ সহীহ ও ২ লক্ষ যঈফ হাদিস তোমার অন্তরে
ছয় লক্ষ হাদিসের হাফেজ  তুমি।

ইমাম বুখারী, তুমি খোদার পথে পথিক
হাদিস সংগ্রহক, সত্যের নিঃস্বার্থ সর্গদূত
পৃথিবীতে জানালে, সঠিক পথে চলার দিশা
তোমার জ্ঞানে মিলে, জীবন রক্ষা আলোর নিশানা।

শুধু বইয়ের পাতা নয়, ছিল তোমার হৃদয়ে ঈমান
হাদিসের প্রতিটি বাণী, ছিল জীবনের সত্যি মনন
দুর্ভাগ্যেও  তুমি স্থির, আল্লাহর পথেই ছিল পথচলা
তোমার সংগ্রহের মধ্যে ছিল প্রকৃত ধর্মের ভাবনা, এক সমগ্রতা।

সকল সাহাবীর কথা, তোমার হাদিসে প্রতিফলিত
যে পথে চলতে চাইলে, তোমার চিন্তা ছিল
মোমের মত উজ্জ্বল, এক নির্ভীক অনুসন্ধানী
জীবন উৎসর্গ করেছিলে এক মহতী কাজে
তুমি পরিশ্রমী, নিরন্তর চলতে থাকা সত্যের প্রতীক।

তোমার কাজ আজও জীবনকে আলো দেয়
ইমাম বুখারী তুমি মেনে চলেছিলে ইসলামের দীপ্ত পথ
তোমার সংগ্রহে বিশ্বাস, বাঁচাতে সে জানিয়ে দেয়
ইসলামের চিরন্তন বাণী তোমার মাধ্যমে
পৃথিবী হয়ে উঠে শান্তির রথ।

ইমাম বুখারী (রঃ), তোমার প্রতি সালাম
তোমার শিক্ষা, তোমার পথে প্রতিটি
মুসলিমের জন্য হয়ে থাকবে অভিচলিত নাম।