আজ থেকে কুঁড়ি বছর পরে
যদি দেখা হয় তোমার সাথে
গ্রীষ্মের তীব্র রোদে
কোন এক কৃষ্ণচূড়ার ছায়ায়
বা পড়ন্ত বিকেলে গোধূলি লগ্নে
পাখিরা যখন নীড়ে ফেরে
সেদিন তুমি কি চিনবে আমায়?
যদি দেখা হয় তোমার সাথে
কুয়াশাচ্ছন্ন ভোরে
মাঝিরা যখন পালতোলা নৌকায়
গান গেয়ে নিজ গন্তব্যে ফেরে
সে পাল তুলা নৌকায়
বা গ্রামের অচেনা কোন মেঠো পথে
সেদিন তুমি কি চিনবে আমায়?
যদি দেখা হয় তোমার সাথে
যেদিন থাকবে না নুপুরের ছন্দ
রেশমি চুড়ির রিনঝিন শব্দ
চোখে থাকবে না কালো কাজল
চুলে থাকবে না লাল গোলাপে মোড়ানো খোঁপা
কপালে থাকবে না লাল টিপ
সেদিন তুমি চিনবে আমায়?
আবার যদি দেখা হয় তোমার সাথে
যখন কালো চুলে সাদা ছাপ পড়বে
চোখ তার আপন সৌন্দর্য হারাবে
চামড়াই কিছুটা ভাঁজ পড়বে
চোখের নিচে পড়বে কালো ছাপ
চেহারা হারাবে তার সৌন্দর্য
সেদিন তুমি কি চিনবে আমায়?
যদি দেখা হয় তোমার সাথে
সেদিন কি ডাকবে আমার নাম ধরে
নাকি বিস্ময়ে তাকিয়ে থাকবে
আপন দৃষ্টিতে আমার দিকে
নাকি মুখ ফিরিয়ে চলতে থাকবে
দূর দিগন্তে বয়ে চলা মেঠো পথ ধরে
তোমার আপন গন্তব্যে।