এ ভাবে তুমি এসেছ একা
একদিন চলে যাবে ও একা
সবাই দাঁড়িয়ে দেখবে তোমায়
সঙ্গী হবে না কেউ।
হে মানুষ, তোমার কিসের এত অহংকার
মৃত্যুর পর তুমি হবে
সেলাই বিহীন তিন টুকরো
কাফনের কাপড়ের দাবিদার।
অসৎ পথে গড়েছ সম্পদ
টাকা কামিয়েছো কারি কারি
মৃত্যুর পর এগুলোর হিসাব
দিতে হবে তোমার-ই।
কত রঙ্গের কাপড় পড়েছ
রূপের যত সাজ
সাদা কাফন পড়তে হবে
বুঝেছ তুমি তা আজ।
সেন্ড, পারফিউম কত দিয়েছো
অসার এই দেহে
আজ তোমার কাফনে দিবে শুধু
আতর, চন্দন আর কর্পূর মেখে।
তিলে তিলে করা অঢেল সম্পদ
যাবে না তোমার সাথে
যাবে শুধু তোমার নেক আমল
যা করেছ দিবা-রাতে।।
সময় থাকতে হও খুশিয়ার
করো রবের কাছে প্রার্থনা
মৃত্যুর পর হয় যেন
জান্নাতে তোমার ঠিকানা।