আমার দু চোখে ঘুম নেই
তবুও ঘুমানোর ভান করি
সারাটি রাত চোখ বুজে থাকি
একটু ঘুমানোর আশায়।
সারাটি রাত ঘুমানোর চেষ্টা করি
তবুও ঘুম আসেনা দু চোখে
চোখ বুজলেই আমি শুধু
কল্পনার সাগরে ভাসি।
আমার দু চোখে ঘুম নেই
তবুও ঘুমানোর ভান করি
ঘুমানোর অপেক্ষায় কেটে যায়
সেকেন্ড, মিনিট, ঘন্টা আর প্রহর
এভাবেই কেটে যায় আমার
ঘুমহীন একটি রাত।