বন্ধুরা সব আপন মনে
অপেক্ষাতে রই
কবে যাবো মিলন মেলায়
করবো হৈ চৈ।
আজকে শুধু হবে মজা
আনন্দ আর হৈ চৈ
আয়রে ছুটে বন্ধুরা সব
তোরা গেলি কই।
হোক না গড়া কাব্য ছড়া
আজকে সারাদিন
অল্প অল্প গল্প গুলো
নাচুক তাধিন ধিন।
আজকে আমরা মিলবো সবাই
বন্ধুর ছাদের তলে
আয় ছুটে আয় প্রানের টানে
তোরা দলে দলে।
পড়ার সাথী খেলার সাথী
যেজন যেথায় আছিস
গেট টুগেদার অনেক মজা
ইচ্ছে হলে নাচিস।
আছে যত দুঃখ,কষ্ট
চোখের নোনা জল
সবকিছু ভুলে গিয়ে আজ
মজা করবো চল।
জীবনটা আজ রাঙ্গিয়ে নে
সুখের আবিরে
এমন মধুর লগ্ন তোরা
কোথায় পাবি রে।
হারানো সব চলার সাথী
কইরে তোরা কই
আয় ছুটে আয় আমরা সবাই
আপন মনে রই।।