জানিনা বাবা কেমন আছো
তুমি পরপারে
নরম বিছানা ছেড়ে
ছোট্ট ঐ কবরে।

দুনিয়ার মায়া ছেড়ে
সবাইকে পর করে
চলে গেছো আজ বহু দূরে
নিজের আপন ঘরে।

জানিনা তুমি কেমন আছো
অন্ধকার সেই ঘরে
তোমার কথা মনে হলে
আমার মনটা যে কেমন করে।

তোমার নিঃস্বার্থ ভালোবাসা
আজও বসে ভাবি নিরালা
তোমার পড়ালেখা তেমন ছিল না
তবুও তুমি ছিলে শিক্ষার ভান্ডার।

বাবা তোমার ভালোবাসা ছিল অসীম
শাসনের সময় ছিলে তুমি কঠোর
তোমার সাবলীল উপদেশে
ছিল ভালোবাসা ভরপুর।

তোমার ভালোবাসা মেশানো শাসন
তখন বুঝিনি আমি
আজ হারে হারে টের পাচ্ছি
তুমি ছিলে আমাদের কাছে কত দামি।

তুমি বলতে শিক্ষা গ্রহণের আগে
একজন ভালো মানুষ হতে হবে তোমাকে
একদিন তুমি বড় হবে, হবে নামিদামি
সময়ের প্রয়োজনে কাউকে অবহেলা
করিও না কোন দিন-ই।

তুমি আরো বলতে
বিবেক খাটিয়ে কাজ করিও
হিংসা রাখিও না মনে
তবেই তুমি ভালো মানুষ হবে
করবে সম্মান তোমায় সর্বজনে।

সেদিন বুঝিনি কথাগুলো তোমার
ছিল কত দামি
তোমার কথা না বুঝে
করেছি কত পাগলামি।

কতশত অপরাধ করেছি বাবা
না বুঝে তোমার সাথে
ক্ষমা করে দিও বাবা
এই অপরাধী ছেলেকে।

জানিনা বাবা কেমন আছো
অন্ধকার কবরে
কেন জানি আজ বাবা তোমায়
অনেক মনে পড়ে।

মহান আল্লাহর কাছে আমার  
একটাই প্রার্থনা
পরপারে আমার বাবাকে ভালো রাখবে
এই আমার কামনা।