পরকীয়া মানে কি?
প্রেম লীলা, প্রণয় নাকি অবৈধ আকর্ষণ
পরকীয়া মানে, নিষেধে ভরা একটি ভুল
নিষিদ্ধ গোপন সম্পর্ক
নাকি একাকিত্বের অবসান
নাকি প্রেমেরই জয়গান।

সে তো আগেও ছিল,আজও আছে
ভবিষ্যতেও থাকবে
সে কি নিষিদ্ধ প্রেম নয়
নিষিদ্ধ প্রেমে মত্ত এ সংসার
বারংবার দেখিয়েছে তার রুপ
ভেঙেছে কিছু স্বার্থন্বেষী সমাজের অহংকার।

সংসারের নানান অশান্তি,  ঝামেলার মাঝে
সুযোগের সন্ধানে থাকে কিছু অমানুষ
পরকীয়া তো তখন এসে দেখা দেয়।

সত্যিই কি পরকীয়া কোন প্রেম?
তা কি জীবনের কোন সমস্যা মেটায়
পরকীয়ার কারণে যখন সাজানো সংসার
ভেঙ্গে কাঁচের টুকরোর মত হয়ে যায়
কখনো  কি তার জোড়া লাগানো যায়।

পরকীয়ার কারণে যখন কোন সদ্য ফোটা
ভ্রনের কুরি ডাস্টবিনে নোংরা আবর্জনার মাঝে
অকালে প্রাণ হারায়
তখন পরকীয়া প্রেমের যৌক্তিকতা
কোথায় গিয়ে দাঁড়ায়।