ঈদুল ফিতর এসেছে, খুশির জোয়ারে ভেসে
রোজার পর ঈদের দিন আনন্দে বুকটা ভরে
সেমাই, পায়েস, মিষ্টি খাবো হাসি মুখে
ধন্যবাদ জানিয়ে আল্লাহকে কৃতজ্ঞতা থাকবে সারা জীবন।
রমজানের সিয়াম শেষে, ফিতরাতের দিন
আলহামদুলিল্লাহ, মন পূর্ণ হল সুখে
ঈদের সান্নিধ্যে বিন
ঈদের নামাজে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে
একসাথে প্রার্থনা করি, শান্তি ও রহমত চাই
আল্লাহর কাছে উন্মুক্ত হৃদয়ে।
মসজিদে বা ঈদগাহে, সবার মুখে হাসি
একটা সবার জন্য ভালোবাসা, সবার জন্য দোয়া
মৃত্যুর পরবর্তী জীবনে একত্র হয়ে পেতে চাই
এক রূপ শান্তির সাগরে, আল্লাহর রহমতে আলোতে বিলিয়ে।
ঈদুল ফিতরের খুশিতে, ঘর-ঘর মুখরিত
যত্নে ধরা দেয় ঈদ, যেমন নবীর করা রাহে
প্রেম, শান্তি, ভ্রাতিত্ব কিরে কাল থাকবে বেঁচে
ঈদুল ফিতরের দিনে, আল্লাহর রহমত
অন্তরাত্তায় থাকবে প্রবাহিত।