এই ধর্ষক! তুই কি মানুষ?
নাকি মনুষ্যত্বহীন পশু
আমার জানতে ইচ্ছে হয়
জোর করে নারীকে ধর্ষণ করতে
তোর মনে কি করে না একটু ভয়।
তুই তো বিবেকহীন, কাণ্ডজ্ঞানহীন, বেশরম
মানুষ নামের নরপশু
তোর কারনে ধ্বংস হচ্ছে সমাজ
তুই তো একজন জঘন্য নারীলিপ্সু।
মানব সমাজে তোর নেই কোন স্থান
তুই তো ঘৃণা জানোয়ার
তোকে কারাগারে রেখে নয়
মারতে হবে ফাঁসিতে ঝুলিয়ে
তোর অন্তরে নেই কি মরণের ভয়।
এই ধর্ষক! তুর্কি মা বোন নেই?
তাদের কথা কি তোর পড়েনা মনে
কেন? এত যৌন চাহিদা তোর
অমানুষের মতো নারীর জীবনে
তুলে দিচ্ছিস কালবৈশাখী ঝড়।
সে নিকৃষ্ট, কুলাঙ্গার, নরপিশাচ
তোর চেয়ে কুকুর অনেক ভালো
তুই কি ধর্ষিতার মান ফিরিয়ে দিতে পারবি
ধর্ষণের সময় তুই কি ভুলে যাস
তোর জন্মও তো একজন নারীর গর্ভে।
তুই পাপিষ্ঠ, তুই হিংস্র, জন্তু-জানোয়ার
দুনিয়াতে দরকার নেই, তোর মত জালিমের বাঁচার
তুই তো অসভ্য, মূর্খ, ঘৃণ্য, ভন্ড ও বর্বর
তোর উপর গজব নাজিল হোক খোদার।
তুইতো অসামাজিক, অমানবিক ও নরখাদক
ধিক্কার জানাই আমি তোর মত নারীবাজকে
ওরে পাপী, নরপশু, নারী ধর্ষণকারী
একবারও ভাবলি নারে তুই
তোর মা বোন তারাও তো নারী।