চড়ুই পাখি, ছোট্ট প্রাণী
আকাশে উড়ে যায় স্নিগ্ধ বাণী
ছোট্ট পাখির মিষ্টি গানে
শত দুঃখে ও হাসে প্রানে।

গাছের ডালে, গোপনে বসে
দেখে যায় চাঁদের হাসি
বিচরণ করে মাঠে মাঠে
বিষ খায়, আনন্দে হাসি।

চড়ুই পাখি, তুমি কি জানো
তোমার গানে কত শান্তি
বালির পটে নাম লিখে
উড়তে থাকো তুমি মুক্তি।

নিরীহ, সরল, নির্বিক তুমি
অজানায় হারিয়ে যাও
কিন্তু তোমার ছন্দ পুর্ন গান
আলোয আলোয় বয়ে যায়, সারা পৃথিবী ছড়ায়।

চড়ুই পাখি, তুমি অমৃত
প্রকৃতির সহজ রূপ
তোমার ভেতরে ছড়িয়ে থাকে
অন্তরের এক মিষ্টির সুখ।