আমি কোকিল নয়
যে বসন্ত আসলেই গান গাইবো
আমি কাক নয়
যে অন্যের বাসায় ডিম দেব।

আমি কাঠ ঠুকরা পাখি নয়
যে তোমাকে প্রতিনিয়ত ঠুকরাবো
আমি চড়ুই পাখি নয়
যে অন্যের বাসায় বাস করবো।

আমি বাবুই পাখি নয়
যে তোমায় নিয়ে অনিশ্চিত নীড়ে ঝুলবো
আমি কোয়েল পাখি নয়
যে তোমার অস্তিত্ব রক্ষা করবো অন্যত্র।

আমি ময়না পাখিও নয়
যে তোমাকে নাম ধরে ডাকবো
আমি উড়ন্ত চিল নয়
যে স্বার্থপরের মতোএকাকী সুউচ্চ আকাশে উড়বো।

আমি তোমার একান্ত পোষ মানা কপোত
যাকে তুমি যেখানেই ছেড়ে দিয়ে আসো না কেন
আমি ঠিকই চলে আসবো
তোমার হৃদয় আঙিনায়।