ইয়াবা, গাঁজা, মদ ও সিগারেট
এগুলো পান করা ঠিক নয়
এগুলোর কারণে
শরীরের প্রচুর ক্ষতি হয়।
ধূমপানে বাড়ে স্বাস্থ্যের ঝুঁকি
হৃদরোগ ও হয়
ধুমপানে আরো থাকে
ক্যান্সারের ভয়।
ধূমপান ও মদ খেলে
ফুসফুস ও লিভার হয় নষ্ট
এসবের কারণে আজ
মানুষের হচ্ছে শ্বাসকষ্ট।
ধূমপান যে বিষপান
তা সকলেরই আছে জানা
এসো সবাই শপথ করি
ধূমপান আমরা করবো না।
ধূমপান ই নয় শুধু
আছে ইয়াবা, মদ ও গাঁজা
ছেড়ে দাও সকল নেশ
এগুলো ছাড়াও আছে যা যা।।