তোমার দেয়া লাল শার্ট টি আমার
দেখতে চমৎকার
সেই শার্ট টি আমার কাছে
শ্রেষ্ঠ উপহার।
বাহির থেকে দেখতে সুন্দর
ভিতরটাও কম নয়
এ উপহার দিয়ে আমার
মনটা করেছ জয়।
বললে কেহ কে দিয়েছে
শার্ট টি উপহার
আমি বলি শার্ট টি আমার
বউয়ের দেয়া শ্রেষ্ঠ উপহার।
অনুষ্ঠানে গেলে সবাই
তাকাই বারংবার
দেখতে সুন্দর ডোরাকাটা
তুলনা নাই য়ার।
ধন্যবাদ জানাই তোমায়
সুন্দর উপহার নিয়ে
মনটা আমার ভরে গেছে
তোমার শার্ট টি পেয়ে।।
( এই কবিতাটি আমার প্রিয়তমা সহধর্মিনী শাহানা আক্তার কে উৎসর্গ করলাম)