বর্গা চাষী, তোমার হাতে ঘাম
চোখে দুঃখ, মুখে একান্ত সাধ
জমির ধুলায় তুমি মিশে যাও
তোমার শ্রমে সোনালী ফসল ভরে ওঠে।
তুমি মাটির ছেলে, মাটির সাথে শপথ
তোমার হাতের কঠিন কাজেই
অমৃতের মতো প্রতিফলিত ফল
এখনো তুমি ভাঙ্গো আকাশের দুঃখ
অথচ কৃষি কাজের মূল্য কখনো হয় না পূর্ণ।
তোমার পা চলে মাঠে, সোনালী দান গুনে
তবুও তোমার প্রাপ্তি কখনো পূর্ণ হয় না
তুমি বর্গা চাষী, দিনের শেষে ফিরে যাও
মাটির শেষ সীমানায়, তোমার হাতে কোন সুখ থাকে না।
তবে তুমি হতাশ নও, তুমি চুপচাপ
তোমার চিত্তে থাকে কোন আকাঙ্ক্ষা কোন প্রহেলিকা
মাটির উপরে সোনা ফলাও, তুমি রক্ত ঝরাও
জীবনের প্রতিটি চাকা তুমি ঘোরাও।
বর্গা চাষী, তোমার শ্রম সঙ্গী, তোমার রাত সঙ্গী
তুমি নিজেই এক প্রকৃত যোদ্ধা, কোন যন্ত্রণা নেই
তোমার অশ্রু গড়ে দেয় সোনালী অন্ন
তুমি এক নিরব কবি, জীবনের ইতিহাসে অমর।