বখাটেদের উৎপাত
বেড়ে গেছে দিনরাত
করতে হবে সমাজ থেকে
তাদেরকে উৎখাত।

বখাটে বললে যায় না চেনা
মেয়ে তাদের অন্য কোন নাম
প্রভাবশালী বাবার ছেলে
এটাই তাদের আসল নাম।

রাস্তার মোড়ে মোড়ে
থাকে তারা দাঁড়িয়ে
মেয়েদের উত্ত্যক্ত করতে
দেয় প্রেমের হাত বাড়িয়ে।

রাজিনা হলে পরে
দিচ্ছে তাদের হুমকি
বাধা দিয়ে বলছে তারা
এই মেয়ে তোর নাম কি?

কত মেয়ে বাবা-মাকে
পারে নাকো বলতে
তাইতো তারা উত্ত্যক্ত হয়
রাস্তা ঘাটে চলতে।

সব মেয়ে পারে না সইতে
বখাটেদের জ্বালা
তাইতো তারা বেঁছে নেই
মরণ বিষের মালা।

ইভটিজিং এর আইন করে
কোন লাভ নাই
বখাটেদের শায়েস্তা করতে
আইনের প্রয়োগ চাই।