জীবনের কঠিন বাস্তবতায়
পাড়ি দিয়েছি আমি বহু পথ
সবকিছু হারিয়ে আজ আমার
ক্লান্ত-নিথর দেহ
যাদের সুখে সঁপে দিলাম সব
তারা আর আপন রইল না কেহ।

যখন দিয়েছি দু"হাত ভরে
তখন ছিল সবাই আমার আগে পিছে ঘিরে
আপন জন ছিল কত চারদিকে
ছিল মায়ার বাঁধন
দিয়েছি ঢেলে যা কিছু ছিল
তাদের সুখে দিয়েছি কত শ্রম
নিঃস্ব হয়েছি আমি সব হারিয়ে
সঙ্গী হলো আজ বৃদ্ধাশ্রম।

আজ এখানে প্রতিটি ক্ষণে
নিঃসঙ্গতা আর একাকিত্বের দংশন
এই পৃথিবী স্বার্থে ঘেরা
কেউ কি কখনো হয় কারো আপন।

সবকিছু হারিয়ে আমি নিঃস্ব আজ
কিছুই রইল না যে আমার
সম্পদের পাহাড় গড়া সন্তান
যাদের রয়েছে অনেক কৃতিত্ব
শেষ বয়সে নিল না কেউ
এই জন্মদাতার দায়িত্ব।