ভালোবাসা কারে কয়
আমি প্রশ্ন করেছিলাম নদীকে
নদী বলেছিল
আমার মাঝে চেয়ে ঢেউ দেখেছো
সে আমার ভালোবাসা।

ভালোবাসা কারে কয়
আমি প্রশ্ন করেছিলাম আকাশকে
আকাশ বলেছিল
আমার শেষ নীলিমায়
যে মেঘের আভা দেখেছো
সে আমার ভালোবাসা।

ভালোবাসা কারে কয়
আমি প্রশ্ন করেছিলাম অরণ্যকে
অরণ্য বলেছিল
আমার মাঝে যে নির্জনতা দেখেছো
সে আমার ভালোবাসা।

ভালোবাসা কারে কয়
আমি প্রশ্ন করেছিলাম ফুলকে
ফুল বলেছিল আমার মাঝে যে ভ্রমর দেখছো
সে আমার ভালোবাসা।

ভালোবাসা কারে কয়
আমি প্রশ্ন করেছিলাম তোমাকে
তুমি বললে আমার হৃদয়ে এসে
অনুভব করতে চেষ্টা করো
যখন অনুভব করতে পারবে
তখন বুঝবে ভালোবাসা কারে কয়।