ফিলিস্তিনের মাটি, রক্তে রাঙানো
যেখানে প্রতিটি শিশুর চোখে থাকে এক অসমাপ্ত আশা
মুখে হাসি নেই,, শুধু এক বিষন্ন দৃষ্টি
বিপন্ন মানবতা, যেন তাদের দেহে প্রবাহিত ঘৃণা আর বেদনা।
ফিলিস্তিন, তুমি কি জানো?
তোমার ইতিহাসে কান্না, শোষ আর অবিচার নয়
তবুও তুমি বাঁচো, যন্ত্রণার মাঝে
এক অদৃশ্য শক্তির উপর দাঁড়িয়ে।
তোমার রাস্তায় আজও প্রহার হচ্ছে
তোমার শহরে গড়ে উঠেছে অশান্তি
তবুও তুমি অদম্য, তুমি যুদ্ধের দুঃখে
নতুন প্রজন্মকে স্বাধীনতার স্বপ্ন দেখাও।
আব্রাম, সারা, রানা তোমাদের চোখে নীরব কান্না
কিন্তু তাও বিশ্বাস হারানো যায় না
মানবতার মা, ফিলিস্তিন, তোমার কান্না পৃথিবী শুনে
তোমার জন্য আজও হাজারো হৃদয় বেদনায় বিছানায়।
তবুও একদিন, ফিলিস্তিনের প্রতি গুলি থামবে
দ্বন্দ্ব, বিচার আর অত্যাচার মুছে যাবে
একদিন তোমার সড়কে মুক্তির গান শোনা যাবে
বিশ্বে শান্তির আলো ছড়িয়ে যাবে তোমার ডাকে।
আমরা শুধু দাঁড়িয়ে আশা করি
ফিলিস্তিন তুমি একদিন আবার হাসবে
তোমার মানুষের অধিকার ফিরে পাবে
এবং সেই প্রতিটি সন্তান জানবে, মানবতা কখনো হারায় না।