এলো বরকতময় রজনী
রাতের স্নিগ্ধ আলো
আল্লাহর রহমত ছড়িয়ে পড়ে
দুঃখের সব ছিলো।

শবে বরাতের রাত
ক্ষমাও মাগফিরাতের আসর
দরজায় দাঁড়িয়ে আছি
তওবা চাই, শান্তির খোঁজে।

এই রাতের মাহাত্ম্য অশেষ
অসীম রহমতের ধার
যে রাতে আল্লাহর দয়া,মুছে দেয়
সব গুনাহের ভার।

হৃদয় মেলে দিয়ে,প্রার্থনা করি
আল্লাহ তুমি দয়া করো
আমার ভুলগুলো ক্ষমা করে
আমায় পরিপূর্ণ করো।

শবে বরাত
এই রাতের নিস্তব্ধ প্রার্থনা  
রাতের আকাশে উঠুক রহমত
মাগফিরাতের সুবহানা।

বিশ্ব মুখী
আল্লাহর অনুগ্রহের দৃষ্টি
এই রাতে হয় পূর্ন
মানুষের আশা, বিশ্বাসের সৃষ্টি।

আল্লাহর রাহে
জীবন কেটে যায়
এই বরকতময় রাত
আমাদের জীবনে ফিরিয়ে  আনে সায়।

তওবা এই রজনী
আমাদের মান
শবে বরাতে, আল্লাহর রহমতে ফিরে আসুক
আমাদের প্রাণ।