কি আজব বিষয়
মৃত্যুবার্ষিকী পালন করা হয়
মোমবাতি জ্বালিয়ে আর
জন্মদিন পালন করা হয়
মোমবাতি নিভিয়ে।

পৃথিবীর বড় বড় অপরাধ গুলো
সংগঠিত হয় কলম দিয়ে
কিন্তু মানুষ অযথাই গালি দেয় অস্ত্রকে।

আজব এই দুনিয়ায়
বেঁচে থাকতে সবাই কাঁদায়
কিন্তু মরে গেলে ঠিকই
সবাই কাঁদে।

মন কোন কাঁচের জিনিস নয়
তবুও মন ভেঙ্গে যায়
দু চোখের কোনায় কোন বৃষ্টি থাকেনা
তবুও পানিতে ভরে যায়।

মানুষ কোন আবহাওয়া নয়
তবুও সময়ের পরিক্রমায়
মানুষ বদলে যায়।