দুর্নীতির সেই কালো থাবায়
থমকে গেছে দেশ
সকল দপ্তরে সমানতালে
জমছে খেলা বেশ।
যেখানে তাকাই সেখানেই দেখি
দুর্নীতির আবাদ ছড়াছড়ি
কাউকে কিছু বলতে গেলে
সে বলছে কেন করছো এত বাড়াবাড়ি।
চাকুরীর জন্য গেলে বলে
সবার আগে ঘুষ চাই
হালাল হারাম বুঝে দেখি
ঘুষ ছাড়া চাকরি নাই।
লেখাপড়া করে কি লাভ
মেধার কোন দাম নাই
খালু মামু পাশে থাকলে
চাকরি আমার কে ঠেকায়।
দুর্নীতির এই কালো থাবায়
ভুগছে নিরীহ মানুষ
ঘুষখোর কর্তারা সকলে মিলে
উড়াচ্ছে দুর্নীতির ফানুস।।