জীবনের প্রতিটি নির্ঘুম রাত
তোমার অপেক্ষায় প্রহর গুনছি
সে অপেক্ষায় চোখের নিচে
পড়ছে কালো দাগ
বুকের ভিতর জমে থাকা
কিছু না বলা কষ্ট
জানি নিবে না কেউ তার ভাগ।
ভরা পূর্ণিমায় তোমার সাথে
চাঁদ দেখার ইচ্ছা জেগেছে মনে
ইট পাথরে গেরা এ জীবন
তোমায় ছাড়া একা একা
পূর্ণিমার চাঁদ আমি দেখবো কেমনে।
যদিও আমার অতৃপ্ত আশা
অপূর্নয় থেকে যায়
মুখে হাসি রেখেই চলছি পথ
হোক না তা মিথ্যে
তবুও বলছি "আমি ভালো আছি"।