আমি সৈনিক, আমি যোদ্ধা
আমি নির্ভীক, আমি রণমূর্তি
আমি অসীম সাহসী, দিব সমুদ্র পাড়ি
আমি করে যাব মহাযুদ্ধ,পাড়ি দেবো পর্বত গিরি।

চোখ জোড়া ক্ষুধাতুর, রক্ত পিপাসু
আমি সদা সতেজ, আমার নেই কোন বিশ্রাম
হোক না শত্রু পাহাড় সম কিংবা
বন্য জন্তু, জানোয়ার।

আমি সৈনিক আমার পথচলা দুর্বার
বয়ে যাক যত লোহিত সিন্ধু
আমি স্বাধীনতাকামী  সৈনিক
আমি শুধু চাই আমার দেশের জয়।

আমি সৈনিক
নারীর মোহে আমি আসক্ত নয়
আমি দেশ মাতৃকার তরে নিয়োজিত
আমি মুক্ত আমি স্বাধীনচেতা
আমি ভেঙ্গে ফেলি সকল পরাধীনতার।

আমি সৈনিক
আমি জাতির কান্ডারী, আমি রণবীর
আমি বাঁচিয়া থাকিতে তোমাদের কেহ
মরিতে পারবে না তীর।

আমি সৈনিক, আমি নির্ভীক
আমি দেশের তরে নিয়োজিত
আমি হাতে নিতে চাই সোনার বাংলার
লাল সবুজের প্রতীক।