শীতের জরাজীর্ণতা পেরিয়ে
শুরু হয়েছে ঋতুরাজ বসন্তের নানা আয়োজন
চারদিকে কোকিলের সুমধুর কলতান
ফুলে ফুলে ভরে গেছে পৃথিবী।

নানান রঙ্গের ফুলে দোলা লাগছে মনে
হৃদয়ে বেজে উঠেছে আনন্দের ঢেউ
জীবন চলছে তার আপন গতিতে
মন ভরে উঠেছে এক অজানা আনন্দে।

আমি বারান্দায় বসে তাকিয়ে আছি
রংবেরঙের ফুল গুলোর দিকে
আনমনে চেয়ে দেখি কে যেন বসে আছে
ঐ ফুল গুলোর উপর, গায়ের সমস্ত রং ছড়িয়ে।

তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলাম
তুমি কে?  এত সৌন্দর্য কোথায় পেলে
সে বলছে, আমায় তুমি চেনো না
আমি তো প্রজাপতি।

চারদিকে ছড়িয়ে বেড়ায়
আমার মনের সকল অনুভূতি
রঙিন পাখায় উড়ে উড়ে
আমার সমস্ত ভালবাসা বিলিয়ে দেই
এই সুন্দর ভুবন মাঝে।।