আমি নার্সিং স্টুডেন্ট, এক অটুট যাত্রী
স্বাস্থ্য রক্ষার পথে আমি নিঃস্বার্থ বাহক
হাসি, আশা, কষ্ট-বেদনা সবকিছুই আমি দেখি
হৃদয়ে থাকে অমলিন সেবা, এক অটুট সংকল্প।
সাদা পোষাকে হাতে স্টেথোস্কোপ
একটি সার্বিক দায়িত্ব, যা আমি গ্রহণ করি
শিক্ষা থেকে শিখি, জ্ঞান থেকে বেড়ে উঠি
প্রতিটি রোগী যেন আমারই আত্নীয়।
আমি নার্সিং স্টুডেন্ট, স্বপ্ন দেখি একদিন
সব মানুষ যেন সুস্থ থাকে, সুখী হয়
কঠিন মুহূর্তে, আমি থাকবো পাশে
আমার ত্যাগ, আমার সেবা হবে চিরকালীন।
রক্ত, জ্বর, ব্যাথা, সব কিছুই আমার কাছে
তবুও আমি কষ্ট দেখিনা, শুধু ভালবাসা দেখি
হাসি ফিরিয়ে আনতে, ব্যাথা হালকা করতে
আমি নার্সিং স্টুডেন্ট, এক প্রতিজ্ঞার পথে হাঁটি।
একদিন আমি ডাক্তার হবো না
কিন্তু রোগীর মুখে হাসি আনবো
প্রতিটি দিন, প্রতিটি রাত
আমি নার্সিং স্টুডেন্ট,জীবনকে দেবো নতুন এক আলো।