আমি বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুর নয় যে
সোনার বাংলা গান লিখে
সারা বিশ্ব মাতাবো।
আমি বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলাম নয় যে
প্রতিটি মুহূর্তে তোমাদের
বিদ্রোহের কবিতা শোনাবো।
আমি ছন্দের জাদুকর
সত্যেন্দ্রনাথ দত্ত নয় যে
কবিতার ছন্দে ছন্দে
তোমাদের মন ভরাবো।
আমি বিপ্লবী কবি
প্রসন্ন লাল চৌধুরী নয় যে
আমার প্রতিটি কবিতায় তোমাদের
বিপ্লবের গান শোনাবো।
আমি মধু কবি
মাইকেল মধুসূদন দত্ত নয় যে
সনেট রচনা করে
আলোচনায় আসবো।
আমি প্রকৃতির কবি
জীবনানন্দ দাশ নয় যে
রূপসী বাংলার সৌন্দর্যে
সবাইকে সাঁজাবো।
আমি কবিতা পাগল
একজন মানুষ আর
কবিতার মাধ্যমেই আজীবন
সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।