আমি জানতে চাই, তুমি কি এখনো মনে করো
আমার চোখের দৃষ্টি,তোমার প্রতিটি কথা
যতদিন গিয়েছে, ততই বুঝি
তোমার অভাবের এই হৃদয়টা কি হয়ে গেছে খাঁ খাঁ।
আমি জানতে চাই, সেদিনের কথা
যখন হাত ধরে তুমি বলেছিলে,চলো,চলি একসাথে
কিন্তু এখন কেন,সেই পথটাই শূন্য
তোমার অভাবে পৃথিবীটা যেন নির্জীব, নিঃশব্দ।
আমি জানতে চাই, তোমার কি কোন আক্ষেপ আছে
আমার প্রতি, অথবা আমাদের স্মৃতির মাঝে
যতদিন চলে গেছে,তুমি কি ফিরে পেতে চাও?
সে প্রেম,সে শিহরণ, সেই ভালোবাসার সুর।
তবে কেন এই দূরত্ব,কেন এই নিঃশব্দ অবলম্বন
তুমি কি জানো,আমার হৃদয় ভেঙ্গে গেছে একা একা
তোমার স্মৃতির মাঝে হারিয়ে আমি
তবে কি তুমি কখনো ফিরে আসবে আমার কাছে।
আমি জানতে চাই, যদি ফিরে আসো তুমি
আমার অপেক্ষায় আর থাকবে না বিরহের ছায়া
আমরা দুজন, এক নতুন পথে চলবো
আবার ভালোবাসার আর সুখের মাঝে।
আমি জানতে চাই, তুমি কি ফিরবে একদিন
আমার দিকে ফিরে আসবে, হাত ধরবে কি
অথবা এ বিরহটাই, আমার জীবনের সঙ্গী হবে
এক অমোঘ প্রেম, এক হৃদয়ের অদৃশ্য বাঁধন।