আমি চাকরিজীবী, দিনের শেষে ক্লান্ত
অফিসের খাতা, রিপোর্ট, কাজের হিসাব
কখনো হাসি, কখনো বিরক্তি
বড়ো শহরের জীবনে ব্যস্ততা, আর দিগন্তের ঘূর্নি।
ঘন্টার কাঁটা চলতে থাকে,আর আমি মগ্ন
সন্ধ্যা হলে ফিরে আসি আর
একদিনের জীবন সোজা হয়ে যায়
তবে মাঝে মাঝে ভাবি,এ দৈনন্দিন ছুটে চলা
কি হবে সব কাজের পর
কোথায় হারাবে সারা দিনের খেলা।
এখনো মন যেন,তোমার দিকে চলে যায়
তোমার হাসি, তোমার ছোঁয়া
সেগুলোই তো আমার গন্তব্য
কথা বলতে, সময় কোথায়, কাজেই কাটে দিন
তবে তোমার স্মৃতি ঘিরে থাকে
আমার হৃদয়ে যেন এক চিরন্তন দীপ।
চাকুরীজীবী আমি,তবুও তোমাকে মনে করি
বিশ্বের নানা দুশ্চিন্তা ছাপিয়ে
ভালোবাসাই তো মোর শেষ ঠিকানা
হতাশার মাঝে আমার প্রেমই শক্তি
যত ক্লান্তই হই, তোমার জন্য সব কিছুই
ছেড়ে দিতে চাই আমি।
তবে জানি, কাজেই এই পথেই
তোমার অপেক্ষা, আমার ভালোবাসা
থাকবে চিরকাল মিশে
আমি চাকুরিজীবী, তবে মনে তোমায় ধারণ করি
এই ব্যস্ত জীবনে তুমি আমার শান্তির সুর।