একুশ মানে রক্ত, একুশ মানে ত্যাগ
একুশ মানে বুকের মধ্যে সজীব অঙ্গীকার
ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল
তাদের রক্তে লেখা আজও বাঙালির শ্রদ্ধার বার্তা।
একুশ মানে স্বাধীনতা, একুশ মানে গৌরব
ভাষার অধিকার, সবার সমান মঞ্চ
যতদিন বাঁচবো, যতদিন আমরা বাঙালি
একুশ হবে আমাদের অহংকার
আমাদের সত্তার মূল ভিত্তি।
একুশ মানে ইতিহাস, একুশ মানে শোক।
তবে সেই শোকেই গড়ে উঠেছে বাঙালির শক্তি
ভাষা শহীদের আত্মত্যাগে আজও বেঁচে আছি
একুশের দিনের স্মৃতি, আমাদের জীবনের প্রেরণা।
একুশ মানে স্বপ্ন, একুশ মানে সংগ্রাম
ভাষার অধিকার কখনো হরণ হতে দেব না
যতদিন বাঁচবো, যতদিন মাটি থাকবে মাতৃভাষার
একুশ হবে আমাদের শপথ, আমাদের সম্মান
চিরকাল অটুট। একুশ হবে আমাদের হৃদয়ে অমর।