আলমিরা, তুমিতো শুধু কাঠের বাক্স নও
তুমি এক চিরন্তন সঙ্গী, আমার জীবনের সাথী
তোমার ভেতর লুকানো আছে,অনেক অমুল্য স্মৃতি
যেগুলো কখনো সেলাই করা, কখনো হাতের তৈরি
তোমার ভেতরে অনেক গল্প, অনেক অনুভূতি।
তুমি রাখো আমার প্রতিটি পাতা, প্রতিটি ছবি
যে ছবি কখনো হাসির, কখনো দুঃখের
তুমি জানো, আমার ছোট্ট খাতা, আমার ছোট্ট বই
তোমার ভেতরেই তাদের নিরাপত্তা।
যতদিন তুমি আছো,আমার সবকিছু থাকবে নিরাপদ
তুমি খোল, আর আমি খুঁজে পাই
আমার হারানো দিনগুলোর কিছু টুকরো স্মৃতি
যে স্মৃতিগুলো আমাকে সুখে ভরিয়ে দেয়।
আলমিরা, তুমিতো শুধু একটি বাক্স নও
তুমি আমার জীবনের বহু অমূল্য সম্পদ
তোমার ভেতর আছে আমার সবকিছু
আমার স্বপ্ন, আমার আশা, আমার ভয়
তুমিতো এক সন্নিধান, আমার পৃথিবী।
তবে জানি, একদিন তোমার ভেতর থেকে
সবকিছু বেরিয়ে আসবে
যতই পুরনো হোক তুমি থাকবে প্রিয়
তোমার ভেতরে সেই আবেগ, সেই স্মৃতি
যে স্মৃতিগুলো কখনো পুরনো হয়না
তুমি আলমিরা, তুমি আমার স্মৃতির খনি।