আল হাদিস, তোমার কথা অমূল্য রত্ন
প্রানের সঙ্গী, জীবন যাত্রার পথপ্রদর্শক
প্রতিটি বাণী,প্রতিটি বর্ণ
প্রিয় নবীর ভাষায়, আমাদের হৃদয়ের আলো।

তুমি আমাদের শিখাও, সত্যের পথে চলতে
সৎ,  দয়া, সহানুভূতি তুমি এই শিক্ষা দাও
তোমার প্রতিটি শিক্ষার লুকানোর রহস্য
যেখানে ভালোবাসা, শ্রদ্ধা আর শান্তি পায় রূপ।

আল হাদিস, তুমি আমাদের আস্থা
যেখানে আমাদের মন শান্ত, আস্থা,পরিশুদ্ধ
প্রতিটি কথা, প্রতিটি  নির্দেশনা
জীবন কি করে তুলে সুন্দর, সুন্দরতর।

তুমি আমাদের সম্পর্কের গঠন
অন্যের জন্য ভালোবাসা, নিজে আলোকিত হওয়া
তুমি আমাদের প্রেরণা, আমাদের সত্তা
জীবনের প্রতিটি মুহূর্তে,তুমি আমাদের পথ প্রদর্শক।

আল হাদিস, তুমি এক অমর শিখা  
যা কখনো মলিন হয় না, চিরকাল অক্ষয়
তোমার বাণী, আমাদের অন্তরে
শান্তির বার্তা, সৎ পথে  চলার আহবান।