মৃত্যু মানে কেবল একটা জীবনের ইতি
কিংবা একটা শরীরের পরিসমাপ্তি
একদিন মৃত্যু হবে আমার,সহজ মৃত্যু
যা বাস্তব ও  অনিবার্য।

একদিন মৃত্যু হবে নিশ্চিত
যে মৃত্যুর কোন আয়োজন থাকবে না
অনুষ্ঠানিকতায় কেউ আমায় গোসল দিবে না
মাথার কাছে আগরবাতি জ্বালিয়ে কিংবা
দোয়া পাঠ করে কেউ আমাকে
আজাব মুক্ত করার চেষ্টা করবে না।

বাড়ি ভর্তি লোকের বিলাপ থাকবেনা
পর্দার আড়ালে ভেজা চোখে বিষ্ময়ে
কেউ আমার জন্য দাঁড়িয়ে থাকবে না
সাদা কাফনে মোড়ানো থাকবে আমার লাশ
বাড়ির উঠোনে কোন মৃত্যুর গন্ধ থাকবে না।

একদিন আমার মৃত্যু হবে নিশ্চিত
অপরিচিত মৃত্যু
কুয়াশার আড়ালে ঢেকে  যাবে সব অভিযোগ
কেউ জানবে না কি খরতাপে
মৃত্যু এসেছিল আমার সন্নিকটে
একদিন মৃত্যু হবে আমার
খুব সহজ মৃত্যু।