কোন এক অদৃশ্যের টানে
রূপসী বাংলার অপার সৌন্দর্য দেখতে
আমি একদিন পথে নেমে যাব
তোমাকে সঙ্গে নিয়ে
প্রাণ ভরে বাতাস নেবো বলে।

মনের মাঝে লালায়িত স্বপ্নগুলোকে ফেলে
চলে যাব দূর অজানায়
যে স্বপ্নগুলো এতদিন আমাকে
আবদ্ধ করে রেখেছিল চার দেয়ালের মাঝে।

পথে নেমে হাটবো অনেক
তোমার কোমল হাত টি ধরে
তেপান্তরের মাঠ পেরিয়ে দূরে
যেখানে মেঘেরা মাটি ছুঁয়েছে ঠিক সেখানে
যেখানে দাঁড়িয়ে আমরা শুনতে পাবো
দূর থেকে বেঁচে আসা সুমধুর কোন সুর।

সবুজে শ্যামলে ঘেরা পাহাড়
যেখানে আকাশকে চুম্বন করেছে
সে উচ্চতায় যাব আমরা
ফেলে আসবো মনের জমানো কষ্টগুলোকে
তারপর চিৎকার করে বলব
আমরা অনেক ভালো আছি।

ভালোবেসে একদিন
নদীর ধারে একটি বটগাছ লাগাবো
আনমনে গাছটির সাথে কথা বলবো দুজনে
সেও আমাদের কথায় সারা দিবে তার নিজের স্বরে।
অদৃশ্য অনুভূতি আমাদের করবে শিহরিত
ফিরব না আর কোনদিন
কখনো লিখব না মানুষের কবিতা
নিভৃতে বসে গান গাইব নদীর তীরে।

মনের মাঝে লালায়িত স্বপ্নগুলো
যেগুলো দিয়ে সীসাভরা
দূষিত পৃথিবী বানানো
চলে যাব সব কিছু ছেড়ে
শুধুমাত্র তারা ভরা আকাশ দেখবো বলে
এ এক অদৃশ্য অনুভূতি।