১লা জানুয়ারির এই দিনে
আমার মা-বাবাকে খুব পড়ছে মনে
অনেক কষ্টে আমায় তারা
এনেছিলো এই সুন্দর ভুবনে।
দু চোখ মেলে আমি যখন দেখলাম
তাদের হাসি মাখা মুখ
সব কষ্ট ভুলে গিয়ে তোমরা
হয়েছিলে আনন্দে উৎসুক।
মা- বাবা আমি তোমাদের থেকে
বহু দূরে আছি বসে
কাছে পেলে ধন্য হতাম
তোমাদের মধুমাখা পরশে।
তোমাদের ঋণ কখনো আমি
পারবো না শোধ দিতে
বিধাতা তুমি পরপারে
ভালো রেখো আমার মা বাবাকে।
দোয়া করি আল্লাহ তুমি
আমার মা-বাবাকে পরপারে
ভালো রেখো প্রতিদিন
আজ তাদের খুব পড়ছে মনে
আজ যে আমার শুভ জন্মদিন।