ঝিরি ঝিরি দক্ষিণা হাওয়ায়
উড়ছে তাহার চুল
বেলী ফুলের সুবাসে আমার
মন হয়েছে ব্যাকুল।

হে অবুঝ মন
আজ তুমি অশান্ত কেন
তুমি শান্ত হবে কখন
সব হারিয়ে শূন্য হবে যখন
আর এই শূন্য মন নিয়ে
কি করে তুমি বাঁচবে তখন।

হে অবুঝ মন
যে তোমাকে কষ্ট দিতে চাই
তুমি তাকে ভুলবে কখন
সে তোমাকে কষ্ট দিবে যখন
কষ্টে ভরা মন নিয়ে
তুমি করবে কি তখন।

হে অবুঝ মন
তুমি তো তোমাকে ভালবাসতে শেখোনি
নিজেকে ভালোবাসতে শিখবে কখন
নিজে সর্বস্বান্ত হবে যখন
তুমি কি আর পাবে ভালোবেসে তখন।