এ লজ্জা কোথায় রাখি, বলো তো
যে দেহে ছিল স্বপ্ন, এখন তা নিঃস্ব
ছোট্ট আছিয়া, পবিত্র শরীরের রক্তে
বলি কি, তুমি কিভাবে বুঝাবে পৃথিবীকে?
তার কি অপরাধ ছিল? কেন সে কষ্ট পেল?
তার চোখে কেন অশ্রু? কেন তার বুক ব্যথায় ভরে গেল
ধর্মের পথে, বিধানের আঙ্গিনায়
এই নির্দোষ শিশুকে কেন এমন অভিশাপ পেতে হলো
আল্লাহ জানেন সব, তার দয়ার আশ্রয়
পাপীদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত
ধর্ষণের শিকার শিশুদের কষ্ট সইতে পারবে না
যারা এই অপরাধ করেছ, তাদের শেষ হবে অবধি।
কিন্তু আমাদের এই সমাজে, এ লজ্জা কোথায় রাখি
যেখানে নিরীহ শিশুদের শোষণ করা হয়
হৃদয়ে ক্ষত, চোখে হতাশার বিষাদ
তাদের জন্য আমাদের দুঃখ কোথায়, বল তো।
তবে শাসন, শাস্তি, প্রতিশোধ চাই
এ লজ্জার দাম, তাদের জন্য চিরকাল শান্তি
লজ্জা কোথায় রাখি, যখন আছিয়ার কান্না
গোটা পৃথিবীকে শিহরিত করে আর
আমাদের একান্ত চুপ।
হে আল্লাহ তুমি দয়া করো
পাপীদের শাস্তি দাও, ন্যায় প্রতিষ্ঠা করো
আছিয়া ও তার মতো সকল শিশুদের জন্য
সন্তানদের অশ্রু শুকিয়ে যাক
এই পৃথিবী শান্ত হোক।