আমার অনেক কিছু করার ইচ্ছে হয়
আমার হাত বাধা তাই
কিছু করতে পারিনা।
আমার চলতে ইচ্ছে হয়
আমার পায়ে শিকল বাধা তাই
আমি চলতে পারি না।
আমার অনেক দেখার ইচ্ছে হয়
আমার চোখ বাধা তাই
আমি দেখতে পারি না।
আমার অনেক শোনার ইচ্ছে হয়
আমার কানে তোলা গুজা তাই
কিছু শুনতে পারি না।
আমার অনেক বলার ইচ্ছা হয়
আমার মুখ বাধা তাই
আমি বলতে পারিনা।
আমার তোমাকে ভালবাসতে ইচ্ছে হয়
প্রিয় বাংলাদেশ
সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে
আমার সে অধিকার কোথায়?
এ কেমন স্বাধীনতা।।