১৬ ই ডিসেম্বর বাঙালি জাতির অহংকার
৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে
বিজয় হয়েছে এই স্বাধীন বাংলার
এ বিজয়কে সমুন্নত রাখবো
এই হোক আমাদের অঙ্গীকার।

১৯৭১ এ বাঙালি জাতি
হয়েছিল ঐক্যবদ্ধ
দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে তারা করেছিল
নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ।

যাদের আত্মত্যাগর বিনিময়ে
অর্জিত হয়েছে এ বিজয়
বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে
এই সোনার বাংলার জয়।

যেদিন বাঙালি জাতির তাঁজা রক্ত
দিয়েছিল বিসর্জন
সেদিন পাক হানাদার বাহিনী
করছে বাঙালির কাছে আত্মসমর্পণ।

যাদের আত্ম ত্যাগে অর্জিত
এই রূপসী বাংলার স্বাধীনতা
এ জাতি ভুলবে না কখনো
দুঃসাহসী মুক্তিযোদ্ধাদের কথা।

যারা জীবন উৎসর্গ করেছে
এ দেশের জন্য
এনে দিয়েছে স্বাধীনতা
তাদের জন্য পেয়েছি আমরা
লাল সবুজের পতাকা।

১৬ই ডিসেম্বর তোমার জন্য
বাঙালি মেতেছে আজ বিজয় উল্লাসে
এই বিজয় ৩০ লাখ শহীদের রক্ত দিয়ে গাথা
তাইতো তোমায় পেয়ে আজ
উঁচু হয়েছে বাঙালি জাতির মাথা।