শেষবার শেষ দেখা-সেই শেষ দেখা
কলাবতী রাস্তার ধারে
এলোমেলো কিছু কথা এলোমেলো ঠোঁটে
জড়িয়ে ছিলাম আমরা আমাদের প্রাণে-গহীন গহনে
দুঃসহ যন্ত্রণা আর নিভাঁজ শান্তির সন্ধানে
পৃথিবী গিয়েছিল থেমে
গিয়েছিল থেমে সব গান, সব বসন্ত উৎসব
সব আলো, সব চোখ নেমেছিল একান্ত আঁধারে
আমাদের বিষন্ন বিদায়ে-
দুহাতে আকড়ে ধরে অসহায় প্রাণে
ভিজেছিলাম তুমি আমি জীবনের অমোঘ শ্রাবণে
প্রাণে প্রাণ, চোখে চোখ আকুল হাহাকারে
সেইখানে, সেই কলাবতী রাস্তার পাড়ে
আসলে কি থেমে থাকে কিছু
কোনকালে থেমেছে কি কোন গতিপথ!
হারায়েছে কিছু যার সেই শুধু জানে, নিখাদ অনলে
কিভাবে উজাড় হয় অরণ্য দাবানলে
এভাবেই বেঁচে থাকা
এভাবেই কেটে যায় সময়-রাত্রি দিন পার
লোকে যারে সুখে থাকা বলে!
তবু প্রিয়, তবু প্রিয়তম
দু’চোখ এখনো খোঁজে সেই চোখ, দেখেনা কিছু আর
এসেছে ফেলে যা উর্বশী কালে কলাবতী রাস্তার ধার
_________________________________
কামাল
দি হেগ