মুখোমুখি তুমি আমি বসে আছি নির্বাক
বসে আছি যেন প্রাগৈতিহাসিক কাল থেকে
আমাদের কথারা সব নিয়েছে ছুটি
হলুদ পাতাদের সাথে গিয়েছে তারা অদেখা শহরে-
ফিরবে কি তারা!
কফির মগে নামে দীঘল দীঘল ছায়া
সম্মুখে সবুজ মাঠ পড়ে আছে নিদারুন ফাঁকা
টুপটাপ জলের শব্দ বাজে প্রাণে, মনে পড়ে
কালরাতে ঝরেছিল বৃষ্টি ভীষণ ভীষন একা
হরিদ্রাভ অরণ্য চোখে তাকিয়ে থাকি আমরা
আমাদের অপলক চোখে
সন্তর্পণে হাত রাখি হাতে, বুকে, অন্দরে অন্দরে
খুঁজে ফিরি এখনো অবশিষ্ট উত্তাপ যেটুকু আছে-
নাকি উবে গেছে সব!
সেইসব উষ্ণতার খোঁজে
সেইসব স্বপ্ন যা ভেসে গেছে চোরাবালি স্রোতে
বুকে পেতে হাঁটছি বহুদূর পথ তৃষিত অন্তরে
জেগে আছি তুমি আমি দহন জোসনার গহীন গহন রাতে
_________________________________
কামাল
দি হেগ
[বাংলা কবিতা ডট কম আসরের সকল লেখিয়ে বন্ধুদের নতুন ইংরেজী বছরের অনাবিল শুভেচ্ছা। ভাল থাকুন, সুস্থ থাকুন সকলে-সে কামনা রইলো]