ছুটছে দুটো দুরন্ত ঘোড়া
প্রান্তরের সবুজ বুনো ঘাসে
চোখে মেখে উদ্দাম বুনো স্বপ্নের মায়া
উড়ছে দুটো গাঙচিল
ধবল জোসনার রাতে
পাখায় তাদের স্বপ্ন-চাঁদ ছুঁয়ে দেখবার দুরন্ত বাসনা
দুটো চোখ-আরও দুটো চোখ
ফেরারী কোন চোখের সন্ধানে
মরছে নদীর জলে নিরন্তর চোখ পেতে চোখ পেতে
দুটো দেহ পড়ে আছে নিঃসাড়
উত্তর দক্ষিনে
দুটো লাশ হাটছে নিরবধি
পূর্ব আর পশ্চিমে
_________________________________
কামাল
দি হেগ