যেখানে যা কিছু যাবার
যেখানে যার কথা ছিল কথা আছে পৌঁছাবার
পৌঁছে যাবে ঠিক
পৌঁছে যাবে
এইসব রাত্রি-দিন, ঝলমলে সকাল
শিশিরের রৌদ্রস্নান
এইসব রোদের দূপুর
প্রেয়সীর চোখের মতোন নরোম বিকেল
অন্ধকার ছুঁয়ে-ছেনে খেলা করা এইসব বাতাসের প্রাণ
নির্ঘুম রাত, স্বপ্ন সাধ
জানালায় গেঁথে থাকা এইসব আলো আঁধার
জেগে থাকা নির্বাক চোখ
ভেজা দাগ
এইসব নিথর বিছানা বালিশ
এইসব পাঁজর নিংড়ানো শ্বাস-
চৌকাঠে চৌকাঠে যারা মরেছে বারবার অক্ষম মন্থনে
একদিন তারা খুঁজে পাবে ঠাই
এইসব কোলাহল
এইসব মুখর জনপদ
এইসব ক্লান্তি গ্লানি ক্ষোভ
এইসব কষ্টের সহবাস, নিরন্তর যাতনা
বুকে নিয়ে হেঁটে চলা হেঁটে চলা-
একদিন হবে শেষ
একদিন মুক্তি পাবে সব
একদিন তারা খুঁজে নিবে ঠাই
সেই ভরসায় জেগে আছি তুমি আমি
একদিন পাশাপাশি হাঁটবো আবার
একদিন মুখোমুখি বসবো আবার
একদিন সব পাখি উড়বে আকাশে
একদিন সব বৃষ্টি ঝরবে আকাশে
_________________________________
কামাল
দি হেগ