আমরা যারা রুক্ষ চুল,কর্কশহীন দেহ নিয়ে রাস্তার একপ্রান্তে দাঁড়িয়ে থাকি দু'টো পয়সার জন্য।
তাদের কে পিছনে ফেলে চলে যাও তোমরা।
আমরা যারা সন্তান বুকে করে খাবারের খোঁজে দাঁড়াই তোমাদের দু'য়ারে।
দূর দূর করে তাড়িয়ে দাও তোমরা।
আর যদি বা না তাড়াও চলে গেলে দিতে থাকো গালি।
মনের খেয়ালে তাই আমরা ভাবি তোমরা মানুষ না পিশাচ?
জানি এই ভাবনা তোমাদেরও আসে আমাদের উদ্দেশে।
কিন্তু হায়! তোমাদের ভাবনা কাজে লাগে,আমরা পড়ে থাকি উপেক্ষার আস্তাকুঁড়ে।
আধুনিকতার হাওয়ায় তোমাদের সভ্যতা আজ নবীন থেকে নবীনতর।
আর আমাদের জীবন ছেঁড়া ভাঙ্গা পালতোলা নৌকার মতো।
আমরা যারা ভালোবাসার আশায় ভিখারী সাজি,
তোমরা সেই ভালোবাসাকে বিক্রি করো পন্যের বাজরে।
তোমাদের জন্য সরকার,মন্তী পুলিশ-প্রশাসন সব থাকে কিন্তু আমাদের জন্য জানো কি আছে?
আছে শুধু ফুটপাথ,জন্ম-মৃত্যু যাই হোক না কেন সেটাই আমাদের বাসস্থান।
দেখে তোমরা আমাদের ঘৃনা করো কিন্তু আমরা হিংসা করিনা।
সামান্য ভিক্ষার জন্য তোমাদের দুয়ারে দাঁড়াই ঠিকেই তবে ফুটপাথ'কেই বেছে নিই জীবন চলার পথের পাথেয় হিসাবে।
তারপর কালের পথ বেয়ে তোমাদের সাথে আমাদের মিলন হয়,
শ্মশান ঘরের নিঝুম নিরালায়।
যেখানে প্রত্যেক মানুষ চির নিদ্রায় শয়ন করে ফিরেও তাকায় না ইতিহাসের পাতায় ।