জীবন যেন পরিস্থিতির চাপে সংকটময়
হতাশায় আর ব্যাঞ্জনায় কাটতে থাকে জীবন,
মনের মধ্যে সুখ-দুঃখ গুলো যেন ডানা মেলে উড়তে চায়,আঁকড়ে ধরে রাখতে চাই বাস্তবের ডাঙ্গায়।কিন্তু পারি না, সভ্যতার আধুনিকতার ছোঁয়ায় সে যেন লুপ্ত।
ভালোবাসা, মার্জনা গেছে যে অস্তাচলে,
উদয় হয়েছে হিংসা-বিদ্বেষ রাজনীতির ঘূর্নাবর্তে।
মানবিকতা যেন মৃত্তিকাসম লুটায় পথের ধূলায়,
মানব হৃদয় ছেয়ে যায় বিষবাস্পের কালো ধোঁয়ায়।
জীবনের সুর,ছন্দ,তাল বাজে না কো আর
মনের মধ্যে কল্পনা যেন উঁকি মারে না,
হৃদয়ে পূর্বরাগ আসতে না আসতেই পুড়ে মরে নিষ্ঠুর ভালোবাসা।
বিধাতার কাছে বলে ওঠি এ কী তোমার লীলা খেলা।।
মাতৃজঠর থেকে ভেবেছি কিবা আছে পৃথিবীতে, রবি মামার কিরনে আম-জাম-শাল-পিয়ালের দেশে।
সেখানে শান্ত সমীরনে হৃদয় জুড়াইয় যায়,
সোনালী আকাশ যেন খুশীর বরতা বাজায়।
রয়েছে সেথা পাখির কলরব,মানব কলধ্বনি
হিংস জন্তুর উল্লাসে গড়া সুন্দর ধরনী।।
আজ এ ধরনী নামে পাপ-পঙ্কিলতায়,
জীবন যেন হারিয়ে যায় কলঙ্কিত ইতিহাসের পাতায়।
যা পাঠকগন অনুচ্চারিত করে ফেলে দেয় ঘরের দাওয়ায়।।