ও গো কবিতা
তুমি না এলে প্রানে লাগে ব্যাথা।
ব্যাথিত হৃদয়ে জাগতে চায়না আশা
আলোর মাঝেও তোমায় খুঁজে পাই না।
জীবনের যত গান,যত ভাষা রয়ছে মম মন্দির
তা দিয়ে সাজাবো তোমায়,ও গো মোর প্রিয়ে।
সুরের তালে নেচে বেড়াবো তোমায় সাথে নিয়ে
প্রনয় বন্ধনে মেতে ওঠবো ব্যাস্ত দুপুরে।
তুমি জ্ঞান,তুমি ধ্যান,তুমি মম প্রান
তুমি আশা,তুমি ভাষা,করি তোমারি জয়গান।
এই গান একদা করেন কৃষ্ণ ভগবান
যেদিন রাধার সনে করেন প্রনয় বিলাপন।
বাসন্তী সৌন্দর্যে পূর্ন অকাশে বাতাসে,
মদনের দর্পচূর্ন করার অবশেষে।
ভগবান থেকে ভক্ত বড়ো এইরুপ জানি
সেইরুপ তুমি মম রাধিকা রমনী।।
ও গো কবিতা
তুমি মোরে দান করো ভাষা
পথে প্রান্তরে করবো তোমারই গান
যেখানে রইবে মানব সমাজ,নদীর কলতান
সুরের মূর্ছনায় বেজে ওঠবে মিলনের বাঁশি।
তোমায় আমায় রইবে হৃদয়ের গাঁথনী।।