ও ভাই ও ভাই,ওই দেখে রাখ বতোল ভরা তরল।
ওটাও যে খাস না রে তুই বোঝায় ওতে গরল।
ফুসফুস তোর যাবে পচে,মরবি যে তুই অবশেষে
জীবনটাকে নুতন করে তোল না রে ভাই ভালোবেসে।
সিগারেট আর বিড়ি ধরে ওড়াস ধোঁয়া মোজ করে,
জানিস কি এর ফল?ক্যানসারে তুই যাবি মরে
রাখলি যাদের এ সংসারে তার কি হবে বল?
খাস না যেন চরস, পাবি না মা'য়ে ভরা উদর মনের
ভালোবাসার পরশ।
ঘুরঘুরিয়ে বন্ধু বসে কলকে'তে আচ্ছা কশে
দিস না গাঁজায় টান।
হাঁপানি আর কাশিতে ঘুম হবে না এরাতে
বেরিয়ে যাবে প্রান।।
খৈনীটাও সর্বনেশে কারন তামাক চুনায়।
ক্যানসার জীবানুবহি এও বিঞ্জান জানায়।।