জীবনের শুকতারা খুঁজতে গিয়ে অন্ধকারে পথ হাতড়াচ্ছি-
সর্গের খোঁজে মর্তের উবর্শী, ডানা মেলে উড়তে চাইছে অগ্নিকুন্ডে।
জন্ম আর ম্ ত্যু'র মাঝখানটুকুই জীবন তাই সময় নেই তার-
শৈশবের মাতৃকোড় ছেড়ে-
যৌবন কেটেছে ভালোবাসার ভাবনায়
এখন বার্ধক্যের চিন্তা এসেছে মাথায়-
জ্বরা আর ম্ ত্যু থেকে উদ্ধার হবে মানবজাতি,
তপস্যা করছেন বুদ্ধ।
ক্রুশবিদ্ধ যীশু'র অন্তরে প্রেমের হাহাকার,
যাহাতে শয়তানের শয়তানী রক্ত।
ধর্মযুদ্ধ ছেড়ে ধর্মের সারথী এসেছেন রাজনীতির ডায়াসে।
ভালোবাসা বিনিময় হচ্ছে পন্যের বাজারে দু'টাকা কেজি দরে।।