কাঁটাতারের অলঙ্কারে সাজানো-
সীমান্ত প্রেতেদের রাজধানী।
এখানে মাটিতে আবির মেশে না,
এখানে আকাশে গোধূলি খেলে না,
এখানে তারারাও বড় ফ্যাকাশে।
এখানে শুধু শোনা যায় মৃত জীবাশ্মের আর্তনাদ।
রক্তবাষ্প বয়ে বেড়ায় যে বাতাস,
সে চায় না-
এখানে লাশেদের পাঠশালা হোক!
বিস্ফোরণের দামামায় সুর উঠুক!
অস্থিভস্মের কুয়াশায় আবৃত থাকুক- এই ধরিত্রীমহল।
প্রকৃতি যুদ্ধ চায় না।
কলম রক্ত চায় না।
চায় না কোনদিনও কোন সৈন্য-অনুভূতি।
যারা চায়, তারা যায় না-
তারা দিবানিদ্রার স্বপ্ন সাজিয়ে,
স্বদেশ প্রেমের দেওয়াল তোলে।
খালি হয় মায়ের কোল,
মুছে যায় অকালের সোহাগ,
ফিকে হয় স্নেহের পরশ।
উবে যায় সব কিছু কর্পূরের মত.........
ঠিক সময়ে, মাইক বেজে ওঠে!
বেজে ওঠে হাততালি।
পুরস্কারও ঘোষণা হয়।
সীমান্তপ্রেতেদের সংখ্যা বাড়ে, বেড়েই চলে............